ঝিনাইদহ থানার নতুন ওসি মিজানুর রহমান খান

সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান খান। শনিবার বিকেলে বিদায়ী ওসি এমদাদুল হক শেখের নিকট থেকে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক ওসি (অপারেশন) মহসীন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতি তিনি যোগদান করেন। তার বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। ইতিপূর্বে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান খান। শনিবার তিনি যোগদান করে সাংবাদিকদের বলেন, আমি থানায় যোগদান করার পর হতে নিরীহ কোন লোক হয়রানি হবে না। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের ব্যবহারে ফেরত যাবে না। পুলিশ এবং জনগণ একে অপরের পরিপুরক এবং সাংবাদিকদের সবসময় সব কাজের সহযোগীতা কামনা করেন। পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের নির্দেশে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেব্যাপারে সবার সহযোগীতা কামনা করেন।