রোববারের রাশিফল,তারিখ- ২০/০১/২০১৯

ঝিনাইদহের চোখঃ
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আত্মবিশ্বাস বিশেষ উচ্চতায় থাকবে। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ। প্রতিযোগীর সম্ভবত পরাজিত। আর্থিক যোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রকল্পগুলিতে মানসিক দৃঢ়তা কাজ করবে। ভ্রমণের সম্ভাবনা। অনুষ্ঠানের মধ্যে প্রেমের প্রস্তাব পেতে পারেন।
মিথুন: (২২মে – ২১ জুন)
নিয়মমাফিক কাজগুলি অনেকট ঘুর পথে। আক্রমণাত্মক মানসিকতা। অংশীদারের সঙ্গে মতবিরোধ। প্রেম শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিকভাবে অলসতা। মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত। ব্যবসায় বাধা। ক্ষতিকর চিন্তাভাবনা। প্রেমে মতবিরোধ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে স্থানান্তরিত। ঊর্ধ্বতনরা খুশি। নতুন প্রেমের যোগ। পদোন্নতির সম্ভাবনা। বাড়ির পরিবেশ আনন্দমুখর।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেম নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি। অহং বোধ নিয়ন্ত্রণে রাখুন। দিনটি ক্লান্তিকর। বন্ধুত্বের সম্পর্কে প্রভাব।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মানবিক সত্ত্বাটি জাগ্রত হয়ে উঠবে। মেজাজ নিয়ন্ত্রণহীন। আত্মবিশ্বাস ও ভাবনার স্বচ্ছতায় দ্রুত সিদ্ধান্ত।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম এবং দাম্পত্য সতর্কতা। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নাও থাকতে পারেন। হতাশা ও অসন্তোষে পরিপূর্ণ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রকল্পের শুভ সুচনা। বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। ধারণাগুলোকে অন্যদের কাছে পৌঁছে দিতে সফল।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সাফল্যের লেখচিত্রটি ঊর্ধ্বমুখী। কনিষ্ঠদের থেকে উপকৃত। শিক্ষায় মনঃসংযোগ। প্রেম যোগে শুভ ফল।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অপ্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে ভাববেন। পরিশ্রমের প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। কর্ম ব্যস্ততা। প্রেম শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দীর্ঘ আলাপের সম্ভাবনা। আত্মীয়ের থেকে সুসংবাদ। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল না থাকতে পারে। ঊর্ধ্বতনদের সহযোগিতা।