ধর্ম ও জীবন

কীভাবে কথা বলতে হয় শিখিয়েছেন মহান আল্লাহ্‌

ঝিনাইদহের চোখঃ

আমরা কীভাবে একে অন্যের সঙ্গে কথা বলবো, কেমন আচরণ করবো তা মহান আল্লাহ্‌ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের জানিয়েছেন, শিখিয়েছেন। আসুন কেমন করে কথা বলতে হবে তা শিখে নেই আল্লাহর কাছ থেকে-

১. কথা বলার পূর্বে সালাম দেওয়া। (সূরা নূর : ৬১)

২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (সূরা ক্বফ : ১৮)

৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (সূরা বাক্বারাহ : ৮৩)

৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (সূরা নূর : ৩)

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লোকমান : ১৯ ও হুজুরাত : ২-৩)

৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নামল : ১২৫)

৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা। (আহযাব : ৭১-৭২)

৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (সূরা লোকমান : ১৯)

৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা-মীম সাজদাহ : ৩৪)

১০. উত্তম কথায় দাওয়াত দেওয়া। (হা-মীম সাজদাহ : ৩৪)

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ : ২)

১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। (সূরা আ’রাফ : ১৯৯)

১৩. মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে-বিনিয়ে, আল্লাদীভাবে কথা না বলা, তবে সুন্দর ও ভদ্রভাবে কথা বলা। (সূরা আহযাব : ৩২)

১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (সূরা ফুরকান : ৬৩)

১৫. সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা। (সূরা বাক্বারাহ : ৮৩)

লেখক : মুরাদ বিন আমজাদ, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম উম্মা ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button