পাঠকের কথা
জমানো অশ্রুটুকু আর ধরে রাখা সম্ভব হল না——–জিল্লুর রহমান
![](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2019/01/1103412-76.jpg?resize=780%2C470&ssl=1)
ঝিনাইদহের চোখঃ
যে হাতে ভর্তি ফরম পূর্ণ করে ভর্তি করেছিলাম আজ সে হাতেই লিখলাম বিদায় বাণী এরই মাঝে পূর্ণ হল নতুন এক অভিজ্ঞতা। চোখের জলে সিক্ত হলাম তবুও বেশ ভাল ভাবেই আনুষ্ঠানিকতার পর্ব শেষ করলাম কিন্তু সব শেষে বিদায়ী শিক্ষার্থীরা কোচিং ত্যাগ করার সময় যে রূপ কান্নার রোল ফেলে দিল তা দেখে আর চোখের কোনে জমানো অশ্রুটুকু আর ধরে রাখা সম্ভব হল না।
তবে হাসি মুখে বিদায় দিতে এসে এরূপ চিত্র মোটেও কাম্য ছিল না। শিক্ষার্থীদের প্রতিটি অশ্রুকনা যেন বলছিল এটাই শিক্ষক-শিক্ষার্থীর প্রকৃত সম্পর্ক যে সম্পর্ক শুধুমাত্র সম্মান বা শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ নয়। চিরকাল মনে রাখার মত আবেগও কম নয় সেখানে।
তাই তো সে আবেগ, মন থেকে যেন শুভকামনার পরশ বুলিয়ে যায়!!!!!