কালীগঞ্জ
ঝিনাইদহে থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সুব্রত ঘোষ নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে থানার এএসআই জাহিরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সে বেথুলী গ্রামের ঈশ্বর চন্দ্র ঘোষের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, সুব্রত তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।