ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2019/01/1103412-104.jpg?resize=780%2C470&ssl=1)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাংগাঠনিক সম্পাদক এম হাকিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম. সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশীদ, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি সাকিল আহমেদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।