ঝিনাইদহে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধন
ঝিনাইদহে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জাদান, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মকবুল হোসেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় ঝাপান খেলা ও লাঠিখেলা।
বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে,আমাদেরকে এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।