কালীগঞ্জ
ঝিনাইদহে গাঁজাসহ দুইজন আটক

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ কার্তিক দাস ও মিলন দাস নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার সকালে পৌরসভার শিবনগর ও চাঁচড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, পৌরসভার চাঁচড়া গ্রামের মৃত যুগোল দাসের ছেলে কার্তিক দাস ও শিবনগর দাস পাড়ার মৃত গ্রীন দাসের ছেলে মিলন দাস।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার চাঁচড়া গ্রামের কার্তিক দাসের ঘরের বিছানার নিচ থেকে ১০০ গ্রাম ও শিবনগর দাস পাড়া থেকে মিলন দাসের ঘরের বিছানার নিচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।