ঝিনাইদহ সদর
১৭ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের সামসুল

ঝিনাইদহের চোখঃ
কাজের সন্ধানে গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের সামসুল শেখ। ২২ জানুয়ারি কাজের সন্ধানে ফরিদপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে কোন যোগাযোগও করছেন না তিনি।
এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ভগ্নিপতি ছবেদ ম-ল।
সামসুল সদর উপজেলার রাজধরপুর গ্রামের হবিবর শেখের ছেলে।
সামসুল শেখের ভগ্নিপতি ছবেদ ম-ল জানান, একই গ্রামের বাবুলের ছেলে আজিজুল ও কালাম বিশ্বাসের ছেলে জিয়ারত বিশ্বাসের সাথে কাজে যায় তারা। আজিজুল ও কালাম বিশ্বাস বাড়িতে ফিরে এলেও সামসুলের কোন খোঁজ মেলেনি। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে যাওয়ার সময় তার পরনে ছিল কালো লুঙ্গি ও সাদা শার্ট। কোন ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৫১-৮৪২০২১ নম্বর মোবাইল ফোনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।