
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত গতকাল বিকাল ৪টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা, সুষম পুষ্টিকর খাবার গ্রহন, ইউনিফর্ম পরিধান করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং বাড়ীতে সন্তানদের লেখাপড়ায় বিশেষ খেয়াল রাখার জন্য মা-দের ভূমিকা সবচেয়ে বেশী। এই সমাবেশ সভাপতিত্ব করেন, বিদ্যালয়ে পরিচালন পরিষদের সভাপতি মোঃ সোলাইমান হোসেন।