ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে গতকাল রবিবার সকাল ১১টায় এই ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।
শৈলমারী বাজার বনিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিঃ এর ঝিনাইদহ শাখার এফএভিপি তৌহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ , সমাজ সেবক গোলাম রসুল, কুমড়া বাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক, ব্যাংকের এজেন্ট শফিকুল ইসলাম , সামসুল হক মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এশিয়া ব্যাংক লিঃ এর সেবা সমূহ তুলে ধরে বলেন অধুনিক ব্যাংকিং সেবা জনগনের দোর গোড়াই পৌছে দেওয়ায় আমাদের এই প্রচেষ্টা।