ঝিনাইদহ সদর
শোক দিবসে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল

#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও শোক দিবসে জেলা পুলিশের আয়োজনে আলোচনাসভা, দোয়া মাহফিল ও পরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পুলিশ লাইনস অডিটোরিয়ামে এসব অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, ডিবি ওসি আনোয়ার হোসেন, ডিএসবি ওসি আতিকুর রহমান, রিজার্ভ ইন্সপেক্টর তরুণ কুমার বড়–য়া ও পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।