ঝিনাইদহ সদর

ঝিনাইদহের দরিদ্র পরিবারটি সরকারের কাছে সাহয্য চায়

রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামে দীর্ঘদিন ধরে ভাঙা ঘরে বসবাস করে আসছে এক দরিদ্র পরিবার।

খোজ নিয়ে জানা যায়, সাহেব নগর গ্রামের মৃতঃ খালেক ব্যাপারীর পরিবারের দরিদ্রতার গল্প, মৃত খালেক ব্যাপারীর রেখে যাওয়া সন্তান মোঃ বাবু মিয়া জানায় ছোট বেলায় বাবাকে হারিয়েছি, অনেক কষ্টে বড় হয়েছি, কখনো এক বেলা না খেয়েও রয়েছি।

বাবা মারা যাওয়ার পর মা ও অনেক কষ্ট করেছে। তেমন জমি যায়গা নাই দুই শতকের উপর এই ভাঙা ঘরটা নিয়ে আছি।

অশ্রু চোখে বাবু মিয়ার কথা গুলা শুনতে শুনতে বুঝতে পারলাম অনেক কষ্টেই দিন কাটাচ্ছে সাহেবনগরের বাবু মিয়া।

তিনি আরও জানান, ঝড় বৃষ্টিতে পরিবারের সবাইকে নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়,বর্তমানে বাবু মিয়ার পরিবারে সদস্য ৫ জন, জমি আছে ঘর নাই একটি প্রকল্পের আওতায় একটি ঘর নির্মানের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি দৃষ্টি আকর্শন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button