ঝিনাইদহ সদর
ঝিনাইদহ মনোনয়ন বৈধতা পেলেন জে.এম রশিদ

ঝিনাইদহের চোখঃ
আসন্ন সদর উপজেলা নির্বাচনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই পর্ব শুরু হয়। ঝিনাইদহ সদর থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বৈধতা পেলেন এ্যাডভোকেট আব্দুর রশিদ এবং জে.এম রশিদ। এছাড়া ইউসুফ পারভেজ নামে একজনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেলেন পলাশ কুমার বিশ^াস, মোঃ নূরে আলম বিপ্লব এবং রাশিদুর রহমান রাসেল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেলেন আরতী দত্ত, মাহফুজা তাহের, রেবেকা করিম।
তহুরা খাতুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
মনোনয়ন পত্র বাছাই করেন মোঃ আরিফ-উজ জামান, জেলা রিটার্নিং অফিসার, ঝিনাইদহ এবং শাম্মী ইসলাম, জেলা সহকারী রিটার্নিং অফিসার, ঝিনাইদহ, মনোরঞ্জন বিশ^াস, উপজেলা নির্বাচন অফিসার, ঝিনাইদহ।