
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে স্ত্রী রিপা রানী বিশ্বাসকে ( ২২ ) হত্যার অভিযোগে স্বামী সুরঞ্জণ বিশ্বাসকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, ‘১৪ মাস আগে মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাবাড়ি গ্রামের দিলিপ বিশ্বাসের মেয়ে রিপা রানী বিশ্বাসের সাথে কালীগঞ্জের ফয়লা গ্রামের মৃত সরজিৎ বিশ্বাসের ছেলে সুরঞ্জণ বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। রবিবার বিকালে রিপা রানী বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে। রাত ১টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর গলা টিপে ধরে। এতে স্ত্রী মারা যায়। সোমবার সকালে রটানো হয় হার্ট এ্যাটাকে মারা গেছে’।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশের গলায় আঙ্গুলের চিহ্ন দেখে সন্দেহ হয়। পরে স্বামী সুরঞ্জণকে আটক করে জিজ্ঞাসাবাদ কালে স্বীকার করে স্ত্রীর গলা টিপে ধরলে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।