টপ লিডহরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে মোটর সাইকেল চুরির হিড়িক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একের পর এক বেড়েই চলেছে চুরির ঘটনা।

বিশেষ করে উপজেলা ও পৌরবাসীর রাতের ঘুম হারাম করে দিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। এরই মধ্যে প্রায় শতাধিক মোটর সাইকেল চুরি হলেও সব চোরের নাগাল পায়রি পুলিশ।

খোজ নিয়ে জানা গেছে, স¤প্রতি পৌর এলাকায় দিনে দুপুরে ও গভীর রাতে বেশ কয়েকটি বাড়ীতে অভিনব কায়দায় গ্রীল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বানাথ সাধুখাঁর ডিসকোভার মোটর সাইকেল দোকানের সামনে থেকে দিনে দুপুরে চুরি করে নিয়ে গেছে। গাজীপুর সাতব্রীজ প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিক, চটকাবাড়িয়া গ্রামের বেল্টু, এ্যাডভোকেট কামরুল হাসান শাহিন, উপজেলার শুড়া গ্রামের এক ব্যাক্তির, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানোয়ার হোসেন, কুষ্টিয়া সদরের হরিনারায়নপুর এলাকার বিপ্লব, শিতলী গ্রামের আব্দুল খালেকসহ অনেকের মোটর সাইকেল চুরি হয়েছে।

বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জান জানান, চোর চক্রের বেশ কয়েকজনকে আটক করে চালান করা হয়েছে। দুইটি মোটর সাইকেল রিকভারী করা হয়েছে। চলতি মাসেই হোন্ডা চোরদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে। চোরচক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button