ক্যাম্পাসহরিনাকুন্ডু

ঝিনাইদহে রাজশাহী বিস্ববিদ্যালয়ের হরিণাকুণ্ডু সমিতির মহামিলন

এইচ মাহবুব মিলু , ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা অডেটরিয়ামে ৭জুন শুক্রবার সকালে রাজসাহী বিস্ববিদ্যালয়ের হরিণাকুণ্ডু সমিতির আয়োজনে ঈদ পূনর্মিলনী ২০১৯ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷।

“এসো মিলি মাটির টানে-বন্ধন রবে সবার প্রাণে ” এই মূল প্রতিপাদ্য বিষকে সামনে রেখে রাজশাহী বিস্ববিদ্যালয়ের ড, প্রভাষ কুমার সরকারের সভাপতিত্বে হরিণাকুণ্ডু সমিতির গোলাম মোস্তফা ও শারমিন আক্তার ঝর্ণার যৌথ পরিচালোনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও হরিণাকুণ্ডু উপজেলার কৃতী সন্তান নূর-উর-রহমান।

প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আ”লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

আলোচনায় বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহন করেন সরকারী কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসার ড, বি এম রেজাউল করিম , রেডিয়েন্ট ফার্মাসিটিক্যলস্ এর চেয়াম্যান বিশিষ্ট সমাজ সেবক নাসের শাহরিয়ার জাহেদী মুহুল , হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান ও জেলা আ”লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন , জাতীয় বিস্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিনারুল ইসলাম , জোড়াদাহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম, হাজী আরশাদ আলী কলেজ অধ্যক্ষ এ কে এম মোতালেব হোসেন , সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার আলী৷, মানদিয়া আইডিয়াল কলেজ অধ্যক্ষ রবজেল হোসেন , ফরিদপূর সোনালী ব্যাংকের এজিএম হাবিবুর রহমান, হরিণাকুণ্ডু সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ভোখারী আজাদ , সাবেক হরিণাকুণ্ডু সমিতি ও বর্তমান ঝিনাইদহ জেলা সমিতির সভাপতি রনি আহম্মেদ , জেলা সমিতির সধারণ সম্পাদক শহিদুল ইসলাম , হরিণাকুণ্ডু সমিতির সভাপতি মঈনুল খান প্রমূখ ।

আলোচনা সভার পূর্বে সকালে কর্মকর্তা , রাজশাহী বিস্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রীদের সমন্ময়ে বর্ণাঢ্য র‍্যালী হরিণাকুণ্ডুর প্রধান সড়ক প্রদক্ষীন করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button