ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে বিষধর সাপের খেলা (ভিডিও)

#রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ

বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আকর্ষণীয়। তারওপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথাই নেই। এমনই এক ঝাপান খেলা অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা ছালাভরা গ্রামের আদিবাসী পাড়ায়।

বাদ্যের তালে তালে আর বাশির সুরে একে একে ঝুড়ি ও হাড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সাথে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে।

৪ সাপুড়ে দলের অর্ধ- শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। অনেকে জীবনে প্রথম আবার অনেকে অনেক দিন পর দেখছেন এ খেলা।

এই ঝাপান খেলা প্রতিনিয়ত আয়োজন করার দাবি তাদের মানুষের। আর সাপুড়ে উত্তম কুমার ও গোলাপ মিয়া জানান, মানুষকে আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্যে।

প্রতিবছর নেয় আদিবাসী পাড়ায় মনসা পুজা কে কেন্দ্র করে ৩ দিন ব্যাপি এই ঝাপান খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা যাতে বিলুপ্ত না হয়ে যায় এবং এই ভাবে যাতে প্রতিবছর মনসা পুজা কে কেন্দ্র করে এই ঝাপান খেলার অনুষ্ঠানটি আমরা করতে পারি বলে জানান পুজা কমিটির সভাপতি বাবু প্রেম কুমার বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button