টপ লিডহরিনাকুন্ডু

ঝিনাইদহে পল্লী সঞ্চয় ব্যাংকে বেতন গ্রেডের বৈষম্যের অভিযোগ

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

একটি বাড়ি একটি খামার প্রকল্পের (বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক) কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীদের বেতন ও পদোন্নতিতে বৈষম্যের মাধ্যমে ঠকানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ব্যাংকের এমডি বরাবর স্মারকলিপি দিয়েছে।

তাদের দাবি বেতন ও পদোন্নতি বৈষম্যের কারণে পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠ পর্যায়ে অসন্তোষ তৈরি হচ্ছে। হরিণাকুন্ডু উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কম্পিউটার অপারেটর কাশেম আলী জানান, স্মারক লিপিতে বলা হয়েছে, ২০১০ সালে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করে।

প্রকল্প মেয়াদ শেষে পল্লী সঞ্চয় ব্যাংক করা হয়। প্রকল্প শুরুর সময় কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী গ্রেড-১৩) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১১ সালে উপজেলা সমন্বয়কারী ও ২০১৩ সালে মাঠ সংগঠকদের বেতন গ্রেড বাড়ানো হয়। পাশাপাশি মাঠ সংগঠকদের পদের নাম পরিবর্তন করে ফিল্ড সুপারভাইজার করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদে কোনো পরিবর্তন করা হয়নি। বাড়ানো হয়নি বেতনভাতাও। তাদের পাশকাটিয়ে জুনিয়র ও নিচের গ্রেডের কর্মকর্তাদের উপরের গ্রেডে উন্নীত করা হয়।

এতে একদিকে যেমন বেতন বৈষম্য ও পদোন্নতি বঞ্চিত কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীরা। এ অবস্থায় বৈষ্যম্যের শিকার ১৮৮ জন ভূক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।

এ প্রকল্পের শৈলকূপা উপজেলার কম্পিউটার অপারেটর আব্দুস সালাম, ঝিনাইদহ সদরের কম্পিউটার অপারেটর সাকিবুজ্জামান, কালীগঞ্জ উপজেলার কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান, মহেশপুর উপজেলার কম্পিউটার অপারেটর লাকী আরা নার্গিস, হরিণাকুন্ডু উপজেলার কম্পিউটার অপারেটর কাশেম আলী সহ কোটচাঁদপুর উপজেলার কম্পিউটার অপারেটর রাইসা ইসলাম চম্পা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফায় বিষয়টি অবগত করা হয়েছে।

তারা মৌখিক আশ্বাস দিয়েছেন মাত্র। পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনস্থ হওয়ায় আমরা খুব আশাবাদী ছিলাম যে বৈষম্য দূর হবে। কিন্তু সে আশারও গুড়েবালি। প্রকল্পে আমরা নগদ অর্থ ব্যবস্থাপনা, অনলাইন ব্যাংকিং পরিচালনা, হিসাব শাখার যাবতীয় কাজ সম্পাদন, প্রশাসনিক ও সাচিবিক সহযোগিতার পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব পালন করি। পাশাপাশি কম্পিউটার অপারেটরের যাবতীয় কাজও করতে হয়। কিন্তু বরাবরের মতো এখনো আমরা অবহেলিত।

এ বিষয়ে বিভিন্ন উপজেলার কম্পিউটার অপারেটররা পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কম্পিউটার অপারেটররা প্রকল্পে যে পদে ছিলো একই পদে একই বেতনগ্রেডে ব্যাংকে স্থানান্তর হবে।

কারও পদোন্নতির সুযোগ নেই। কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীরা যথা নিয়মে পদোন্নতি পাবেন এবং বেতনভাতা ব্যাংকের নিয়ম অনুসারে বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button