জানা-অজানাঝিনাইদহ সদর

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদ!

ওমর ফারুক, ডাকবাংলা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মহাসড়ক। মহাসড়কটির বেশীরভাগ স্থান-ই ছোট-বড় গর্তে পরিপূর্ণ, প্রায়ই ঘটছে দূর্ঘটনা। মহাসড়কটির ডাকবাংলা ত্রিমোহনী অংশে রাস্তার মাঝখানে উড়ছে লাল পতাকা। দেখেই বোঝা যাচ্ছে এখানে বিপদ!

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়নপুর ত্রিমোহনী থেকে শুরু করে ডাকবাংলা বাজার পর্যন্ত রাস্তায় বিশাল আকারের বড় বড় গর্ত তৈরী হয়েছে । তার মধ্যে উত্তর নারায়নপুর ত্রিমোহনী ইসলামি হাসপাতাল সংলগ্ন বকুল মেটালের ও লিটন স্টিল হাউজের সামনের গর্তটি সবচেয়ে ভয়াবহ!

এখানে প্রতিদিন কোনো না কোনো ছোট-বড় দূর্ঘটনা ঘটেই চলেছে। তাই সাধারণ পথচারীদের সাবধানতার জন্যই এই পতাকা উড়িয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে পথচারী সহ স্থানীয়রা প্রতিবেদককে জানান, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা।

রাস্তাটি দিয়ে ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবানসহ সম্পূর্ণ বাংলাদেশেই যাতায়াত করা যায় এবং এটি মুজিবনগর যাওয়ার অন্যতম একটি রাস্তা। এতো বড় গুরুত্বপূর্ণ রাস্তাটি যদি চলাচলের অনুপযোগী হয়,আর প্রতিদিন এখানে দূর্ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের সম্মান ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা।

তাই ঝিনাইদহের কর্তৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button