ধর্ম ও জীবন

ঢাকা থেকে অন্তত ছ’হাজার মাইল দূরে মক্কায় হয় প্রথম কুরবানি

ঝিনাইদহের চোখঃ
কুরবানির সংজ্ঞা-

কুরবানি শব্দটি কুরবান হতে এসেছে যার অর্থ হল নিকট হওয়া বা নৈকট্যলাভ করা। যে পশু ঈদের দিন কুরবানি করা হয় সেটিকেই আরবীতে ‘উযহিয়্যা’ বলা হয়। যার বহুবচন হল আযাহী আরও এক ভাবে এটিকে পড়া হয় যহিয়্যাহ, যার বহুবচন আযহা, এই শব্দ থেকেই ইয়াওমুল আযহা বা কুরবানির দিনের আগমন (ফিক্বহুল উযহিয়্যাহ- ৭পৃঃ)

কুরআনে কুরবানির বদলে কুরবান শব্দটি তিন জায়গায় ব্যবহৃত হয়েছে। ক) সূরা আলে ইমরান- ১৮৩, খ) সূরা আল মায়িদাহ- ২৭, গ) সূরা আল আহক্বাফ- ২৮, হাদীসে কুরবান শব্দটি ব্যবহৃত না হয়ে তার পরিবর্তে উযহিয়্যা বা যাহিয়্যা প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়েছে। এজন্য কুরবানির ঈদকে ঈদুল আযহা বলা হয়।

পৃথিবীর সর্বপ্রথম কুরবানি-

সূরা মায়িদাহ-এর ২৭-২৯নং আয়াতের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আঃ এর দুই পুত্র হাবীল ও কাবীলের মাঝে কুরবানির প্রচলন হয়। ইবনে আব্বাস রাঃ বলেন, হাওয়া আঃ এর গর্ভে জোড়া জোড়া সন্তান ভুমিষ্ট হত। সে সময় আদম আঃ একটি জোড়া মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। কারণ তখন যে জোড়ার সাথে যে মেয়ে জন্মাত, সে জোড়ার ছেলের সাথে ঐ জোড়ার মেয়ের বিয়ে বৈধ ছিল না।

যখন বিধান অনুযায়ী কাবীল ও হাবীলকে বিয়ে দেবার ইচ্ছা প্রকাশ করলেন তখন তারা তা মানতে অস্বীকার করল। তখন এ সমস্যার সমাধানের জন্যে তাঁরা সবাই কুরবানি দেবার ব্যাপারে একমত হলেন, কাবীল ছিলেন চাষী আর হাবীল ছিলেন পশু পালনকারী, কাবীল গমের ভাল ভাল আঁটি রেখে দিয়ে বাজে আঁটি গুলো কুরবানি (উৎস্বর্গ) করার জন্য পেশ করেন। আর হাবীল তার পশুর পাল হতে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করেন, অবশেষে হাবীলের দুম্বাটি আকাশে তুলে নিয়ে কুরবানি কবুলের বৈধতা প্রদান করেন। (ফতহুল কাদীর ২/২৮- ২৯)

বর্তমান কুরবানির ইতিহাস-

আজ থেকে প্রায় আনুমানিক ৫৫০০ বছর আগে ঢাকা হতে পশ্চিমে আনুমানিক ৬০০০ মাইল দূরে জনবিরল মক্কা নগরীর এক নির্জন প্রান্তরে আল্লাহর দুই আত্মনিবেদিত বান্দা ইবরাহীম আঃ ও ইসমাঈল আঃ আত্মত্যাগের যে মহান আদর্শ পেশ করে ছিলেন, সে প্রাচীন ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে প্রতি বছর আমাদের সামনে উপস্থিত হয় ঈদুল আযহা বা কুরবানির ঈদ।

মহানবী (সা.) কে যখন তাঁর কতিপয় সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লার রাসূল কুরবানি কি? তখন নবী (সা.) বললেন, এটা তোমাদের পিতা ইবরাহীম আঃ এর আদর্শ। (বায়হাকী- ৯/২৬)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button