কালীগঞ্জটপ লিড

নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখায় কালীগঞ্জে ৫ নারীকে সম্মাননা

সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ

খাদ্য অধিকার নিশ্চিতকরণ ও খাদ্য নিরাপত্তা অর্জনের আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী নিরাপদ খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।

জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড তাদের কার্যালয়ের সামনে এ মেলার আয়োজন করে। বুধবার সকাল ১১ টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত আদর্শ কৃষক হেলাল উদ্দিন।

মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রভাত ব্যানার্জীর সভাপতিত্বে বিকালে নিরাপদ খাদ্য, খাদ্যের পুষ্টিগুণ, নারী উদ্যোক্তা সৃষ্টিসহ নানা বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল,বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম সিদ্দিক, বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন) এর চেয়ারম্যান মহিদুল হক খান, উপজেলা স্বাস্থ্য কমকর্তা হুসাইন সাফায়াত, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,শুদ্ধ কৃষির চেয়ারম্যান কাকলী খান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ.ড মামুনুর রশিদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান প্রমুখ।

পরে জৈব পদ্ধতিতে নিারপদ খাদ্য উৎপাদন, হাঁস মুরগী গোবাদি পশু পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, নানা প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে জীবন সংগ্রামে জয়ী কালীগঞ্জ উপজেলার ৫ নারীকে ক্রেস্ট ও প্রত্যেককে ৫ হাজার টাকার চেক প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়। ৫ সংগ্রামী নারী হচ্ছেন বলাকান্দর গ্রামের ফাতেমা বেগম, মোস্তবাপুর গ্রামের রেকসোনা বেগম, বলরামপুর গ্রামের শারমিন সুলতানা, মল্লিকপুর গ্রামের রেক্সোনা বেগম ,আড়–য়াশলুয়া গ্রামের মিতা বেগম। এছাড়াও মেলায় অনুষ্ঠিত দেশ থেকে হারিয়ে যাওয়া খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নারী, কৃষক ও পুষ্টি উন্নয়ন সংক্রান্ত অনেক সংগঠন, তাদের উৎপাদিত নিরাপদ খাদ্য, পিঠা, কৃষি উপকরন,প্রকাশনা , প্রযুক্তি প্রদর্শন ও বিক্রি করতে প্রায় অর্ধ শতাধিক ষ্টল প্রদান করা হয়। দিনভর মেলার প্রাঙ্গনে কালীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় করে আনন্দ উপভোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button