মহেশপুর

ঝিনাইদহে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার বিকালে উপজেলার গোপালপুর মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ছইনে গ্রামের মৃত আনোয়ার সর্দারের মেয়ে কুলসুম বেগম (২৮) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মুন্সিবাগ গ্রামের মৃত আব্দুস সোবহানের মেয়ে আয়েসা অক্তার সোহানা (২০)।

খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির সীমান্ত পিলার ৪৭/৫ গোপালপুর মাঠের মধ্য থেকে ওই দুই নারীকে আটক করা হয়। মহেশপুর থানায় সোর্পদ করার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button