অন্যান্য

যে জলপ্রপাতের পানি নিচে না পড়ে উপরে যায়!

প্রকৃতির নিয়মে পানি নিচের দিকেই পড়ার কথা। কিন্তু ভারতে ঘটেছে অন্যরকম ঘটনা। মহারাষ্ট্রের নানেঘাটে রয়েছে এমনই এক জলপ্রপাত যার পানি পাহাড় থেকে নিচে না পড়ে উপরের দিকে যায়!

অবাক হলেও এটাই বাস্তব! যদিও কারণটা খুব সাধারণ। জলপ্রপাতের উল্টোদিকে কোনও পাহাড় নেই। সেই কারণে উল্টোদিক থেকে যে বাতাস আসে তার বেগ এতটাই থাকে যে, তা জলপ্রপাতের ধারাকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দেয়।

jhorna

পুনের জুন্নার অঞ্চলের নানেঘাট এক সময় বাণিজ্য পথ ছিল। ভারতের কোঙ্কন উপকূল ও মালভূমের মধ্যে সংযোগ পথ ছিল নানেঘাটের পর্বতাঞ্চল। মূলত ব্যবসায়ীদের থেকে টোল আদায় করা হতো এই পথে। যে কারণে নাম হয় নানেঘাট।

প্রতিদিন ভারতের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা নানেঘাটের এই জলপ্রপাত দেখতে ভিড় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button