মহেশপুর
ঝিনাইদহে স্যাল্ডেলের ভিতর মিলল ২২ হাজার ডলার
ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ২২ হাজার ইউএস (মার্কিন) ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২২ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।
আটক তরিকুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।