মহেশপুর

মহেশপুরে সাংবাদিককে হেনস্থা

ঝিনাইদহ চোখ-
এক লাইসেন্সে দু’টি সেচ পাম্প চলছে এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা কাগজ,আজকের শতাব্দী ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত এই আমার দেশ পত্রিকার সংবাদিক মো আজাদকে লাঞ্চিত করে ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঝিনাইদহের মহশেপুর উপজলার মাদারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে।

এই ঘটনায় সাংবাদিক আজাদ বাদী হয়ে সাইফুল ইসলাম, মশিয়ার রহমান ও ইদ্রিচ আলীক আসামী করে মহশপুর থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করছেন।

সাংবাদিক আজাদ জানান, এক লাইসেন্সে দু’টি সেচ পাম্পের মটর চলছে বিদ্যুৎ পিলারের পরিবর্তে বাঁশ দিয় লাইন টেনে । এ সংবাদ পেয়ে আমি বাথানগাছীর বাথানগাছী ইটখোলা মাঠে গিয়ে ছবি ও ভিডিও নিয়ে আসার সময় সেচ পাম্প মটরের মালিক মশিয়ার রহমান, সাইফুল ইসলাম ও ইদ্রিচ আলী আমার বাড়ীর সামনের রাস্তায় আমাকে টানা হেচড়া শুরু কর। এক পর্যায় তারা আমার ক্যামরা ও মোবাইল ছিনিয় নেয়। পরে লোকজন জড়ো হলে ক্যামরা ও মোবাইল ফেরত দিয়ে বিভিন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়।

মহশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খদকার শামীম উদ্দীন জানান, সাংবাদিক আজাদের লিখিত অভিযাগটি পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button