অন্যান্য

বিশ্বের সবচেয়ে সুন্দরীরা যেখানে বাস করে!

আফগানিস্তান ও চীনের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একেবারে উত্তর দিকের অংশ হানজা উপত্যকা। এই অঞ্চলের সুন্দরী নারীদের সম্পর্কে চালু রয়েছে নানা কথা, নানা মিথ।

 

  • বিশ্বের সবচেয়ে সুন্দরীরা হানজা উপত্যকা বসবাস করছে। এই পাক সুন্দরী নারীরা ৬৫ বছর পর্যন্ত নাকি সন্তানের জন্ম দেন।

  • সুন্দরীদের এমন উপস্থিতি হানজা উপত্যকা ও তার আশপাশের পাহাড়ি এলাকা এক অপরূপ দৃশ্যরূপের জন্ম দেয়।

    সুন্দরীদের এমন উপস্থিতি হানজা উপত্যকা ও তার আশপাশের পাহাড়ি এলাকা এক অপরূপ দৃশ্যরূপের জন্ম দেয়।

  • শুধু ভূপ্রকৃতি নয়, মনে করা হয়, এই এলাকার মহিলারাও পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী।

    শুধু ভূপ্রকৃতি নয়, মনে করা হয়, এই এলাকার মহিলারাও পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী।

  • শিশুকাল থেকেই এদের সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়।

    শিশুকাল থেকেই এদের সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়।

  • এখানকার এই অপরূপ সুন্দরী মহিলাদের জীবনীশক্তি নাকি অনেক বেশি, এরা নাকি গড়ে ১২২ বছর পর্যন্ত বাঁচেন- এমনটাই চালু ধারণা।

    এখানকার এই অপরূপ সুন্দরী মহিলাদের জীবনীশক্তি নাকি অনেক বেশি, এরা নাকি গড়ে ১২২ বছর পর্যন্ত বাঁচেন- এমনটাই চালু ধারণা।

  • অনেক বেশি বয়স পর্যন্ত এরা সন্তান ধারণে সক্ষম থাকেন বলে প্রচলিত মত। ৬০ বা ৬৫ বছর বয়সেও সন্তানের জন্ম দেওয়ার মতো কথা চালু আছে।

    অনেক বেশি বয়স পর্যন্ত এরা সন্তান ধারণে সক্ষম থাকেন বলে প্রচলিত মত। ৬০ বা ৬৫ বছর বয়সেও সন্তানের জন্ম দেওয়ার মতো কথা চালু আছে।

  • এই এলাকার মানুষজনের শিক্ষাগত যোগ্যতার হার ৯০ শতাংশের উপরে বলে জানা গিয়েছে।

    এই এলাকার মানুষজনের শিক্ষাগত যোগ্যতার হার ৯০ শতাংশের উপরে বলে জানা গিয়েছে।

  • হানজা উপত্যকার সার্বিক সৌন্দর্য এবং নারীদের রূপ পর্যটকদের আকৃষ্ট করে।

    হানজা উপত্যকার সার্বিক সৌন্দর্য এবং নারীদের রূপ পর্যটকদের আকৃষ্ট করে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button