ঝিনাইদহের তিন মাদক ব্যবসায়ী আটক
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শ্রক্রবার দিবাগত রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে থানা পুলিশ তাদের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মৃত আহম্মদ উল্লার ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের আবুল মুন্সির ছেলে রাজ্জাক মুন্সি (৫০) এবং কালীগঞ্জ পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মৃত অকিল উদ্দিন মোল্লার ছেলে চান্নু মোল্লা (৪৫)।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, কালীগঞ্জ উপজেলার প্রতিটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে থানার এসআই সম্বিত রায় ও সূবর্ণসারা পুলিশ ফাড়ির আইসি সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ২’শ গ্রাম গাজাসহ আটক করে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। বেলা ৩ টার সময় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।