মহেশপুর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত
২৮ অক্টোবর দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর (বর্তমান নাম হামিদনগর) গ্রামের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজ এর আয়োজনে প্রফেসর আরশাফুল হক এর সভাপতিত্বে কলেজের যাদুঘর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, এস বি কে ইউপি আ’লীগ সভাপতি নজরুল ইসলাম বগা,পান্তাপাড়া আ’লীগ সভাপতি আব্দুল হক মাষ্টার। এসময় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।