অন্যান্য

মালিক-মির্জা পরিবারে নতুন অতিথি

বিশ্ব ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত জুটি পাকিস্তান ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের এ জুটির কোলজুড়ে আগমন ঘটেছে তাদের প্রথম সন্তানের।

মঙ্গলবার সকালে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন মালিক ও সানিয়া। ভারতের হায়দরাবাদের বাবার বাড়িতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩২ বছর বয়সী টেনিস তারকা সানিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর জানিয়েছেন প্রথমবারের মতো বাবা হওয়া মালিক। তিনি লিখেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের জানাতে চাই ছেলে হয়েছে, আমার স্ত্রীও সুস্থ্য আছে। আলহামদুলিল্লাহ! আপনাদের সবাইকে দোয়া ও শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।’

এদিকে জোর আলোচনা চলছে সানিয়া ও মালিকের সন্তান কোন দেশের নাগরিক হবে তা নিয়ে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, সানিয়া বেশ কয়েকবার আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন নিজের প্রথম সন্তানকে ভারত বা পাকিস্তান নয়; অন্য তৃতীয় কোনো দেশের নাগরিক হিসেবে বড় করবেন।

এসএএস/পিআর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button