হরিনাকুন্ডু

ঝিনাইদহে জে.এস.সি জে.ডি.সি ও ভোকেঃ সমাপনী পরীক্ষা শুরু

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় বৃহস্পতিবার যশোর বোর্ডের অধীনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে চারটি কেন্দ্রে জুনিয়ার স্কুল সার্টিফিকেট , জুনিয়ার দাখিল সার্টিফিকেট ও ভোকেশনাল নবম শ্রেণী সমাপণী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার জে.এস.সি তে তিনটি কেন্দ্রের মধ্যে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৪০৪ ছাত্রী ৪৭১ মোট= ৮৭৫ জন ছাত্র ছাত্রী ভোকেঃ সমাপণী ছাত্র ১০৯ ছাত্রী ১০ মোট ১১৯ জন।

বালিকা বিদ্যালয় কেন্দ্রে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ ভেনু সহ ছাত্র ৬০৬ ছাত্রী ৫৮৪ মোট= ১১৯০ জন ছাত্র ছাত্রী। জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জোড়াদহ কলেজ ভেনু সহ ছাত্র ৩৩২ ছাত্রী ৩৯১ মোট = ৭২৩ জন ছাত্র ছাত্রী। তিনটি কেন্দ্রে সর্বমোট = ২৯০৭ জন ছাত্র ছাত্রী এবং জে.ডি.সিতে হরিণাকু-ু আলীম মাদ্রাসা কেন্দ্রে ছাত্র ২৪২ ও ছাত্রী ১৩৮ মোট = ৩৮০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বার্হী ম্যাজিট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম , থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বিভিন্ন কেন্দ্রের কক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button