ঝিনাইদহ সদর

ঝিনাইদহের আজাদ রহমান প্রথম আলো’র বর্ষসেরা রির্পোটার

ঝিনাইদহের সাংবাদিক আজাদ রহমান প্রথম আলো পত্রিকার এবারও বর্ষসেরা রির্পোটার নির্বাচিত হয়েছেন। প্রথম আলো পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তিনি ২০১৮ সালে সেরা প্রতিনিধির স্থান লাভ করেছেন। তারা নানা কল্যানমূখী সংবাদের কারনে কর্তৃপক্ষ তাকে এই পুরষ্কারে ভুষিত করেছেন।

গত ০৪ নভেম্বর ঢাকায় প্রথম আলো অফিসে প্রথম আলো পত্রিকার ২০ বছর পূর্তি অনুষ্ঠানে কর্তৃপক্ষ এই ঘোষনা দেন। পাশাপাশি তার হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার পাওয়ার পর সাংবাদিক আজাদ রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, এটা সম্ভব হয়েছে সৎ ও নিষ্টার সাথে কঠোর পরিশ্রম করে যাওয়ায়। ইতিপূর্বে ২০০৬ সালে তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হন। কর্তৃপক্ষ তাকে পুরষ্কৃত করেন।

উল্লেখ সাংবাদিক আজাদ রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁপালী গ্রামের মৃত নুর আলী মন্ডলের পুত্র। তিনি ১৯৮৯ সালের মার্চ মাস থেকে সংবাদপত্রে কর্মজীবন শুরু করেন। প্রথমে দুই বছর যশোর থেকে প্রকাশিত রানার পত্রিকায় কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর ১৯৯১ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় একই উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ৬ বছর কাজ করেন। এ সময় তিনি ১৯৯৪ সালে পূর্বাঞ্চল পত্রিকার মফস্বল প্রতিনিধিদের মাঝে প্রথম স্থান অধিকার করে পুর®কৃত হন।

১৯৯৬ সালের পর যশোর থেকে লোকসমাজ পত্রিকা প্রকাশিত হলে তিনি ওই পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। শুরু হয় তার জেলা পর্যায়ের সাংবাদিকতা। উপজেলা শহর থেকে তিনি জেলায় গিয়ে অত্যান্ত পরিশ্রমের মধ্যেই এগিয়ে যেতে থাকেন। ১৯৯৮ সালে লোকসমাজ পত্রিকার মফস্বল প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান লাভ করে আবারো পুর®কৃত হন।

এরপর ঢাকা থেকে প্রথম আলো পত্রিকা প্রকাশিত হলে তিনি ওই পত্রিকায় যোগদান করেন। অদ্যবদি প্রথম আলো পত্রিকাতেই কর্মরত আছেন। ২০০৭ সালের জুন মাসে তাকে কর্তৃপক্ষ স্টাফ রির্পোটার হিসেবে পদমর্যাদা দেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের সেরা রির্পোটার নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০০০ সালে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button