পাঠকের কথা
১০২ বছরে ঝিনাইদহের ডাঃ সুধীর কুমার’র পরলোকে পাড়ি
এ্যাড. মনােয়ার হোসেন লাল
একশত দুই বৎসর বয়সে আজ বার্ধক্যজনিত কারণে আমাদেের সকলের প্রিয় মানুষ ডাঃ সুধীর কুমার সমাদ্দার পরলোকে পাড়ি দিলেন, একজন নাট্য ব্যাক্তিত সদালাপী মানুষ হিসাবে তা্ঁর পরিচিতি ছিলো সর্বমহলে। সর্বশেষ হেমিওপ্যাথী ডাক্তার হিসাবে কর্মরত ছিলেন, তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর বড় পুত্র জেলা জজ আাদালতের জিপি হিসাবে ( অ্যাড.সুবীর কুমার সমাদ্দার) কর্মরত আছেন, অন্যান্য সন্তানরাও দেশে বিদেশে কর্মরত আছেন।
ঝিনাইদহের একজন প্রবীণতম মানুষ হিসাবে ওনার পারিবারিক ও সামাজিক জীবন ছিলো বেশ আলোকিত, আমাদের সকলের শ্রদ্ধার কাছের মানুষটির মৃত্যুতে আমরা ব্যথিত এবং শোকাহত। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।