ঝিনাইদহ সদর

ঝিনাইদহের সিটি মোড়টি যেন মরণ ফাঁদ

ঝিনাইদহের পৌরসভার ১নং ওয়ার্ডে পবহাটি গ্রামের ১নং সিটি মোড় বা ৪রাস্তা মোড় বলে। যা হায়ওয়ে রাস্তার গুরুত্ব পুর্ন সড়ক এ সড়কটি সোজা চলে গেল টার্মিনাল অপরটি আরাপপুর ষ্টান্ড। অথচ এই মহাসড়কটি এখন মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে।

এখানে স্প্রিটব্রেকার ছিল যা অনেক আগেই ভেঙ্গে হাটু অবদি গর্ত হয়ে আছে। এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই থাকে। এই সড়কের পার্শে একটি মাদ্রাসা, স্কুল, কলেজ আছে কোমলমতি শিশুরা এই রাস্তা হয়ে স্কুল,কলেজে যাতায়াত করে। তাছাড়া ১০/১২ টি গ্রামের শহরে যাবার একমাত্র রাস্তা হলো এই রাস্তা। 

এলাকাবাসি আক্কাচ বাউল বলেন কিছুদিন আগে একটু পুটিং (মেরামত) করেছিল । কিন্ত বৃষ্টিতে সেইদিনই ধুয়ে চলে গেছে।

এই মহাসড়কটি দির্ঘদিন গর্ত হয়ে আছে যা কর্তৃপক্ষের নজরে আসছেনা। আজ সকালে এই গাড়ীটি উল্টায়ে রাস্তার পার্শে পড়ে যায়। এমন ঘটনা প্রতিদিনই ঘটছে। কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেবার দাবী এলাকাবাসির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button