ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস পালিত
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস পালিত হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে বুধবার বিকেলে শহরের মুজিব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ বিশ্বাস, থানা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, আব্দুল মান্নান, রাসেল আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন, সৈনিক লীগ নেতা ডা: শাহজাহান, আব্দুর রাজ্জাক প্রমুখ।