কালীগঞ্জ
বাঁধ অপসারণ চলছে ঝিনাইদহের চিত্রা নদীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী চিত্রা নদীর ফয়লা, হেলাই, বলিদাপাড়া অংশ থেকে ৩টি বড় বাঁধসহ প্রায় ৫০টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা, থানার এসআই দেলোয়ার হোসেন।
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীতে কিছু অসাধু ব্যক্তি আড়া আড়ি বাঁধ দিয়ে পানির স্রোতকে বাধাগ্রস্ত করে নদীতে মাছ শিকার করছে। দেশীয় মাছ রক্ষা ও নদীর স্রোত ঠিক করায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আজ ফয়লা অংশে ৩টি বড় বাঁধসহ প্রায় ৫০টি বাঁধ অপসারণ করা হয়েছে। তবে যারা এর সাথে জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি।