টপ লিডহরিনাকুন্ডু

বিসিএসে দ্বিতীয় ঝিনাইদহের সন্তান মিটুল হতে চান মানবিক পুলিশ

ঝিনাইদহের চোখ-
৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে দ্বিতীয় হয়েছেন মো. আনোয়ারুল কবির মিটুল। এটি তার প্রথম বিসিএস। প্রথমবার বিসিএসে অংশ নিয়েই সফল হয়েছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক শিক্ষার্থী।

মিটুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম ও নুরুন্নাহার বেগমের ছেলে। তিনি শহরের প্রিয়নাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৪০তম বিসিএসে অংশ নেন।

প্রথম বিসিএসে অংশ নিয়েই দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। ৩০মার্চ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ঘোষিত ফলাফলে তাকে পুলিশ ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

তার বড় ভাই খাইরুল ইসলাম বর্তমানে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত।

মিটুল জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বড় ভাই বিচারক। তারা তাকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন। পরিবারের অভিভাবকদের অনুপ্রেরণায় ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই বিসিএসের প্রস্তুতি নিতেন তিনি।

একজন মানবিক পুলিশ হিসেবে সততার সঙ্গে দেশের মানুষের সেবা করতে চান মিটুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button