টপ লিডমহেশপুর

ঝিনাইদহে সরকারী পরিদর্শকের ডিউটি মাত্র আড়াই ঘন্টা

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক আমেনা খাতুন। প্রতিদিন মাত্র আড়ায় ঘন্টা কর্তব্য পালন করে সরকারী সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত কর্তব্য পালন করলেও আমেনা খাতুন কর্মস্থলে আসেন সকাল সাড়ে ১০টায়। চলে যান দুপুর ১টার সময়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় তিনি কর্মস্থলে আসেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় তিনি তার চেয়ারে বসে ঘুমাচ্ছে।

আমেনা বেগম এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আপনার কোন ঔষধ লাগলে নিয়ে যান। এখানে বেশীর ভাগ কর্মচারীই সকাল সাড়ে ৯টার পরে আসেন।

এবিষয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীনের সাথে যোগাযেগা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button