মহেশপুর
ঝিনাইদহের আনসার-ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখ
বুধবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আনসার ভিডিপি’র এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি’র কমান্ডিং অফিসার আব্দুল্লা আল হাদি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডজুট্যান্ট সার্কেল এইচএম বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্রের মেডিকেল অফিসার মাহবুব আলম, মহেশপুর থানার ওসি(তদন্ত) আমান উল্লাহ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সেলিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিুরোজা খাতুন।