কালীগঞ্জ

ঝিনাইদহে সার্বজনীন কালিবাড়ী কমিটি গঠন মিটিং পন্ড, ৩ সদস্য লাঞ্চিত

শিপলু জামান

দুই পক্ষের দ্বন্দে ঝিনাইদহের কালীগঞ্জে সার্বজনীন কালিবাড়ী কমিটি গঠনের মিটিং পন্ড করে দেয়া হয়েছে। একই সঙ্গে ৩ জন সদস্যকে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।

গতকাল বিকালে কালীগঞ্জ কালীবাড়ীর অফিস কক্ষে সার্বজনীন কালিবাড়ী ত্রিবার্ষিক উন্নয়নকমিটি গঠন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খা জানান, কালীবাড়ী উন্নয়ন কমিটি করার জন্য আহবায়ক কার্ত্তিক বাবু সভাপতিত্বে ৩ বছর মেয়াদে কার্য্যনির্বাহী কমিটি গঠন করার জন্য আলোচনা শুরু হয়। কমিটিতে সহ-সভাপতি পদ নিয়ে বাবুনান্টুসাহা নাম প্রস্তাব করা হয়। এ সময় মহেন্দ্রনাথ মাস্টার সমর্থকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি বাকবির্তকে জড়িয়ে পড়ে এক পর্যায়ে গোপাল মন্ডল, অমিতমন্ডল ও মানিকসাহাকে লাঞ্চিত করা হয়। মুহুর্তে শহরে আতংক ছড়িয়ে পড়ে। কমিটি গঠন মিটিং পন্ড হয়ে যায়। ঘটনাস্থলে সাধারন জনতা পরিস্তিতি নিয়ন্ত্রয়ে আনে।

এ ব্যাপারে কালীবাড়ী উন্নয়ন কমিটির আহবায়ক কার্ত্তিক বাবু বলেন, দ্বন্দের কারণে মিটিং বন্ধ করে দেওয়া হয়। অতি দ্রুত সমস্যার সমাধান করে নতুন কমিটি গঠন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button