ঝিনাইদহ সদর
ঝিনাইদহে গলায় সাপ দিয়ে জীবিকা উপার্জন
রাসেল আহাম্মেদ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে ২০ই নভেম্বর মঙ্গলবার দুপুরের দিকে নাটোরের দুই সাপুরে পরিচয়ে গলায় সাপ পেঁচিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা তোলে, তাদের সাথে কথা বলে জানা যায়,তাদের জীবন চালাতে তারা সাপ গলায় ঝুলিয়ে বিভিন্ন বাজারে যেয়ে টাকা তোলে, যা সারা দিনে আয় ১৫০ থেকে ৩০০ টাকা যা দিয়ে সংসার চলে তাদের , তবে এই পেশা সম্পর্কে জানতে চাইলে সাপুড়ে আখি, এবং জোসনা বলেন, এটা তাদের পারিবারিক পেশা, অন্য কোন পেশায় যুক্ত নানা তারা, তবে সাপ গলায় রাখা নিয়ে কথা বললে, তারা বলেন সাপ দেখে তো অনেকেই ভয় পায় তাই সাপ নিয়ে টাকা তুলি এতে অনেকেই সাপ দেখে টাকা দিয়ে দেয়, নাটোর জেলার সিংহে থানায় তেমুকি ইউনিয়ন এ জোসনা ও আখির বাড়ি ।