ঝিনাইদহের ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৯ আসনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন চূড়ান্ত করেন।
রংপুর বিভাগে ৩৩টি আসনের প্রার্থীরা হলেন- পঞ্চগড়-১ মোহাম্মদ আবদুল্লাহ, পঞ্চগড়-২ কামরুল হাছান, ঠাকুরগাঁও-১ আবদুল জব্বার, ঠাকুরগাঁও-২ রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ নাজিম উদ্দিন, দিনাজপুর-১ আশরাফুল আলম, দিনাজপুর-২ হাবিবুর রহমান, দিনাজপুর-৩ মো. খায়রুজ্জামান, দিনাজপুর-৪ আমিনুল ইসলাম, দিনাজপুর-৫ মতিউর রহমান, দিনাজপুর-৬ নুর আলম সিদ্দিকী।
নীলফামারী-১ সাইফুল ইসলাম, নীলফামারী-২ জহুরুল ইসলাম, নীলফামারী-৩ আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৪ শহিদুল ইসলাম, লালমনিরহাট-১ হাবিবুরর রহমান, লালমনিরহাট-২ ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট-৩ মোকছেদুল ইসলাম, রংপুর-১ মোকতার হোসেন, রংপুর-২ আশরাফ আলী, রংপুর-৩ আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ মো. বদিউজ্জামান, রংপুর-৫ শফিউল আলম, রংপুর-৬ (পীরগঞ্জ) বেলাল হোসেন। কুড়িগ্রাম-১ আবদুর রহমান প্রধান, কুড়িগ্রাম-২ মোকছেদুর রহমান, কুড়িগ্রাম-৩ গোলাম মোস্তফা, কুড়িগ্রাম-৪ আনছার উদ্দিন, গাইবান্ধা-১ আশরাফুল ইসলাম, গাইবান্ধা-২ মো. আল আমীন, গাইবান্ধা-৩ হানিফ দেওয়ান, গাইবান্ধা-৪ সৈয়দ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা-৫ আবদুর রাজ্জাক।
রাজশাহী বিভাগে আসন সংখ্যা ৩৯টি। প্রার্থীরা হচ্ছেন জয়পুরহাট-১ জহুরুল ইসলাম, জয়পুরহাট-২ আবদুল বাকী, বগুড়া-১ শফিকুর রহমান সবুজ, বগুড়া-২ জামাল উদ্দিন, বগুড়া-৩ শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৪ ইদ্রিস আলী, বগুড়া-৫ মীর মো. মাহমুদুর রহমান, বগুড়া-৬ আবু নুমান মো. মামুনুর রশিদ, বগুড়া-৭ শফিকুল ইসলাম শফিক।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) মনিরুল রহমান মনিউর, চাঁপাইনবাবগঞ্জ-২ প্রার্থী নেই, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল কাদের, নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আনিসুর রহমান, নওগাঁ-৩ মাওলানা সেকেন্দার, নওগাঁ-৪ শফিকুল ইসলাম, নওগাঁ-৫ আশরাফুল ইসলাম, নওগাঁ-৬ শাহজাহান আলী প্রামাণিক, রাজশাহী-১ আরিফুল ইসলাম, রাজশাহী-২ ফয়সাল হোসেন মনি, রাজশাহী-৩ ওসমান গনী, রাজশাহী-৪ আবদুর রশিদ, রাজশাহী-৫ রুহুল আমিন, রাজশাহী-৬ আব্দুস সালাম সুরুজ।
নাটোর-১ মো. খালেকুজ্জামান, নাটোর-২ আমেল খান চৌধুরী, নাটোর-৩ শাহ মোস্তফা ওয়ালি উল্লাহ, নাটোর-৪ বদরুল আমিন, সিরাজগঞ্জ-১ আল আমীন সিরাজী, সিরাজগঞ্জ-২ মোহাম্মাদ মুহিববুল্লাহ, সিরাজগঞ্জ-৩ গাজী মো. আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ আবদুর রহমান, সিরাজগঞ্জ-৫ লোকমান হোসেন, সিরাজগঞ্জ-৬ মেছবাহ উদ্দীন, পাবনা-১ আবদুল মতিন, পাবনা-২ ইউনুছ আলী হেলাল, পাবনা-৩ আবদুল মুত্তালিব, পাবনা-৪ আবদুল জলিল, পাবনা-৫ আরিফ বিল্লাহ। খুলনা বিভাগে আসন সংখ্যা ৩৬টি। প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আবুল কালাম কাছেমী, মেহেরপুর-২ আবদুল কাদের, কুষ্টিয়া-১ নাজমুল হুদা, কুষ্টিয়া-২ মোজাম্মেল হক, কুষ্টিয়া-৩ আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ এনামুল হক, চুয়াডাঙ্গা-১ জহুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ মোহাম্মাদ হাসানুজ্জামান, ঝিনাইদহ-১ রায়হান উদ্দীন, ঝিনাইদহ-২ ফখরুল ইসলাম, ঝিনাইদহ-৩ সরোয়ার হোসেন, ঝিনাইদহ-৪ মমতাজুল রহমান। যশোর-১ বকতিয়ার রহমান, যশোর-২ আসাদুজ্জামান, যশোর-৩ মফিজুল আলম খোকা, যশোর-৪ নাজমুল হুদা, যশোর-৫ ইবাদুল ইসলাম খালাসী, যশোর-৬ আবু ইউসুফ বিশ্বাস, মাগুরা-১ নাজিরুল ইসলাম, মাগুরা-২ মোস্তফা কামাল, নড়াইল-১ খবির উদ্দিন, নড়াইল-২ এসএম নাসির উদ্দীন, বাগেরহাট-১ লিয়াকত আলী শেখ, বাগেরহাট-২ ইদ্রিস আলী মির্জা, বাগেরহাট-৩ শাহজালাল সিরাজী, বাগেরহাট-৪ আবদুল মজিদ হাওলাদার। খুলনা-১ আবু সাঈদ, খুলনা-২ আবদুল আউয়াল, খুলনা-৩ মুজাম্মিল হক, খুলনা-৪ ইউনুছ আহমাদ, খুলনা-৫ আবু সাঈদ, খুলনা-৬ আবদুল আউয়াল, সাতক্ষীরা-১ মুজাম্মিল হক, সাতক্ষীরা-২ রবিউল ইসলাম, সাতক্ষীরা-৩ ইসহাক আলী সরকার, সাতক্ষীরা-৪ আবদুল করীম। বরিশাল বিভাগে আসন সংখ্যা ২১টি। প্রার্থীরা হলেন- বরগুনা-১ মাহমুদুল হাসান উলীউল্লাহ, বরগুনা-২ গোলাম সরোয়ার হিরু, পটুয়াখালী-১ আলতাফুর রহমান, পটুয়াখালী-২ নজরুল ইসলাম, পটুয়াখালী-৩ কামাল হোসেন খান, পটুয়াখালী-৪ হাবিবুর রহমান, ভোলা-১ ইয়াসিন নবীপুরী, ভোলা-২ ওবায়দুর রহমান, ভোলা-৩ মো. মোছলেউদ্দিন, ভোলা-৪ মো. মহিবুল্যাহ।
বরিশাল-১ মেহেদী হাসান রাসেল, বরিশাল-২ নেছার উদ্দিন, বরিশাল-৩ সিরাজুল ইসলাম, বরিশাল-৪ সৈয়দ মো. নুরুল করীম, বরিশাল-৫ সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম, বরিশাল-৬ নুরুল ইসলাম আল আমিন, ঝালকাঠি-১ নুরুল হুদা ফয়েজী, ঝালকাঠি-২ সৈয়দ মো. ফয়জুল করীম, পিরোজপুর-১ মাসুম বিল্লাহ, পিরোজপুর-২ আবুল কালাম আজাদ, পিরোজপুর-৩ ছগীর হোসেন। ঢাকা বিভাগে আসন সংখ্যা ৯৪টি। মনোনীতরা হচ্ছেন- টাঙ্গাইল-১ আশরাফ আলী, টাঙ্গাইল-২ এসএম শামসুর রহমান, টাঙ্গাইল-৩ রেজাউল করিম, টাঙ্গাইল-৪ আমিনুল ইসলাম, টাঙ্গাইল-৫ খন্দকার ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আঁখিনুর মিয়া, টাঙ্গাইল-৭ রমজান আলী, টাঙ্গাইল-৮ আবদুল লতিফ, জামালপুর-১ আবদুল মজিদ, জামালপুর-২ আবদুল ওয়াহাব, জামালপুর-৩ বোরহান উদ্দিন, জামালপুর-৪ আলী আকবর সিদ্দিকী, জামালপুর-৫ সৈয়দ ইউনুছ আহাম্মদ।
শেরপুর-১ মতিউর রহমান, শেরপুর-২ নূরুল ইসলাম, শেরপুর-৩ আবদুস সাত্তার, ময়মনসিংহ-১ হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী, ময়মনসিংহ-২ গোলাম মওলা ভুঁইয়া, ময়মনসিংহ-৩ আইয়ুব আলী নুরানী, ময়মনসিংহ-৪ নাছির উদ্দিন, ময়মনসিংহ-৫ মো. সুরুজ্জামান, ময়মনসিংহ-৬ নূরুল আলম সিদ্দিকী, ময়মনসিংহ-৭ আজিজুল হক, ময়মনসিংহ-৮ আনাস জাওহারী, ময়মনসিংহ-৯ সাইদুর রহমান, ময়মনসিংহ-১০ জয়নুল আবেদীন, ময়মনসিংহ-১১ আমান উল্লাহ সরকার, নেত্রকোনা-১ মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ খোরশেদ আলী, নেত্রকোনা-৩ জাকির হোসেন, নেত্রকোনা-৪ আনোয়ার হুসাইন খান সোহেল, নেত্রকোনা-৫ শামিম হোসেন।
কিশোরগঞ্জ-১ মহিউদ্দিন আজমী, কিশোরগঞ্জ-২ সালাহ উদ্দিন রুবেল, কিশোরগঞ্জ-৩ আলমগীর হোসাইন, কিশোরগঞ্জ-৪ মাওলানা আহসান উল্লাহ, কিশোরগঞ্জ-৫ মুহাম্মদ ইব্রাহীম, কিশোরগঞ্জ-৬ মুসা খান, মানিকগঞ্জ-১ খোরশেদ আলম, মানিকগঞ্জ-২ মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-৩ মাহমুদুল মোস্তফা, মুন্সীগঞ্জ-১ কেএম আতিকুর রহমান, মুন্সীগঞ্জ-২ মুনসুর আহমাদ মুসা, মুন্সীগঞ্জ-৩ রুহুল আমীন ভূঁইয়া।
ঢাকা-১ কামাল হোসেন, ঢাকা-২ জহিরুল ইসলাম, ঢাকা-৩ সুলতান আহম্মেদ খান, ঢাকা-৪ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা-৫ আলতাফ হোসেন, ঢাকা-৬ মনোয়ার খাঁন, ঢাকা-৭ আবদুর রহমান, ঢাকা-৮ আবুল কাসেম, ঢাকা-৯ অ্যাডভোকেট মানিক, ঢাকা-১০ আবদুল আউয়াল, ঢাকা-১১ আমিনুল ইসলাম, ঢাকা-১২ শওকাত আলী, ঢাকা-১৩ মুরাদ হোসেন, ঢাকা-১৪ আবু ইউসুফ, ঢাকা-১৫ মুফতি হেমায়েতউল্লাহ, ঢাকা-১৬ ছিদ্দিকুর রহমান, ঢাকা-১৭ আমিনুল হক তালুকদার, ঢাকা-১৮ আনোয়ার হোসেন, ঢাকা-১৯ ফারুক খান, ঢাকা-২০ আবদুল মান্নান।
গাজীপুর-১ মুফতি আবুল বাশার, গাজীপুর-২ মো. হারুন অর রশিদ, গাজীপুর-৩ মাওলানা রহমতুল্লাহ, গাজীপুর-৪ নুরুল ইসলাম সরকার, গাজীপুর-৫ গাজী আতাউর রহমান, নরসিংদী-১ আশরাফ হোসেন ভূঞা, নরসিংদী-২ আরিফুল ইসলাম, নরসিংদী-৩ ওয়ায়েজ হোসেন ভুঁইয়া, নরসিংদী-৪ মজিবুর রহমান, নরসিংদী-৫ গোলাম সারওয়ার ফরিদী, নারায়ণগঞ্জ-১ মুফতি ইমদাদুল হক কাসেমী, নারায়ণগঞ্জ-২ নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ-৩ ছানাউল্লাহ নূরী, নারায়ণগঞ্জ-৪ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম মুন্সী। রাজবাড়ী-১ জাহাঙ্গীর আলম খান, রাজবাড়ী-২ নুর মোহাম্মাদ, ফরিদপুর-১ ওয়ালিউর রহমান রাসেল, ফরিদপুর-২ খাঁন মো. সারওয়ার, ফরিদপুর-৩ এমএম নুরুল ইসলাম, ফরিদপুর-৪ আবদুল হামিদ মাস্টার, গোপালগঞ্জ-১ মিজানুর রহমান, গোপালগঞ্জ-২ তসলিম শিকদার, গোপালগঞ্জ-৩ শেখ মোহাম্মদ মারুফ, মাদারীপুর-১ আবু জাফর, মাদারীপুর-২ লোকমান হোসাইন জাফরী, মাদারীপুর-৩ সৈয়দ বেলায়েত হোসেন, শরীয়তপুর-১ তোফায়েল আহমদ কাসেমী, শরীয়তপুর-২ শওকত আলী, শরীয়তপুর-৩ আবু হানিফ।
সিলেট বিভাগ আসন সংখ্যা ১৯টি। মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ-১ ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আবদুল হাই আল হাদী, সুনামগঞ্জ-৩ মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ তানভির আহমদ তাসলিম, সুনামগঞ্জ-৫ হুসাইন আল হারুন, সিলেট-১ রেদওয়ানুল হক্ব চৌধুরী রাজু, সিলেট-২ আমীর উদ্দিন, সিলেট-৩ এমএ মতিন বাদশা, সিলেট-৪ জিল্লুর রহমান, সিলেট-৫ নূরুল আমীন, সিলেট-৬ মুহাম্মদ আজমল হেসেন।
মৌলভীবাজার-১ গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ মতিউর রহমান, মৌলভীবাজার-৩ মুহাম্মদ আসলাম, মৌলভীবাজার-৪ সালাহ উদ্দিন, হবিগঞ্জ-১ আবদুল হান্নান, হবিগঞ্জ-২ আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ শেখ শামসুল আলম। চট্টগ্রাম বিভাগে আসন সংখ্যা ৫৮টি। মনোনিতরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া-১ হোসাইন আহম্মদ, ব্রাহ্মণবাড়িয়া-২ জাকির হোসেন মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ আনোয়ার আহাম্মাদ লিটন, ব্রাহ্মণবাড়িয়া-৪ জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ উসমান গণি রাসেল, ব্রাহ্মণবাড়িয়া-৬ মো. রেজুয়ান ইসলাম খান। কুমিল্লা-১ বশির আহম্মেদ, কুমিল্লা-২ আশরাফুল আলম, কুমিল্লা-৩ আহমাদ আবদুল কাইয়ুম, কুমিল্লা-৪ ড. মহসিন আলম, কুমিল্লা-৫ রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-৬ মো. তৈয়্যব, কুমিল্লা-৭ আবুল কালাম কাশেমী, কুমিল্লা-৮ একেএম মিজানুর রহমান ফারুকী, কুমিল্লা-৯ সেলিম মাহমুদ, কুমিল্লা-১০ সৈয়দ মোহাম্মাদ জামাল উদ্দীন, কুমিল্লা-১১ কামাল উদ্দিন ভূঁইয়া, চাঁদপুর-১ যোবায়ের আহম্মদ, চাঁদপুর-২ আফসার উদ্দিন, চাঁদপুর-৩ জয়নুল আবেদীন শেখ, চাঁদপুর-৪ মকবুল হোসাইন, চাঁদপুর-৫ শাহাদাত হোসেন প্রধানিয়া, ফেনী-১ কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ নুরুল করিম বেলালী, ফেনী-৩ আর রাজ্জাক। নোয়াখালী-১ একেএম এরফান খান, নোয়াখালী-২ খলিলুর রহমান, নোয়াখালী-৩ নজীর আহমদ, নোয়াখালী-৪ আবদুল হান্নান, নোয়াখালী-৫ আবু নাছের, নোয়াখালী-৬ সফিউল্যাহ আল মুস্তফা, লক্ষ্মীপুর-১ রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-২ শাহজাহান পাটওয়ারী, লক্ষ্মীপুর-৩ মো. ইব্রাহিম, লক্ষ্মীপুর-৪ খালেদ সাইফুল্লাহ, চট্টগ্রাম-১ মো. সামসুদ্দিন, চট্টগ্রাম-২ আতিকুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম-৩ মানছুর হক জিহাদী, চট্টগ্রাম-৪ শামসুল আলম হাসেম, চট্টগ্রাম-৫ রফিকুল ইসলাম, চট্টগ্রাম-৬ আবদুল আলী কারিমী, চট্টগ্রাম-৭ আবদুল্লাহ আল হারুন, চট্টগ্রাম-৮ ফরিদ খান, চট্টগ্রাম-৯ শেখ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১০ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১১ লোকমান হোসেন সওদাগর, চট্টগ্রাম-১২ ড. বেলাল নুর আজিজী, চট্টগ্রাম-১৩ এরফানুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ মুফতি দেলওয়ার হোসাইন সাকি, চট্টগ্রাম-১৫ মাওলানা নুরুল আলম তালুকদার, চট্টগ্রাম-১৬ ফরিদ আহমদ আনছারী।
কক্সবাজার-১ আলী আছগর, কক্সবাজার-২ জসিম উদ্দিন নদভী, কক্সবাজার-৩ মোহাম্মাদ আমিন, কক্সবাজার-৪ মোহাম্মদ শোয়াইব, খাগড়াছড়িতে আবদুল জব্বার গাজী, রাঙ্গামাটিতে জসিম উদ্দিন ও বান্দরবানে শওকাতুল ইসলাম।
সূত্রঃ যুগান্তর