ধর্ম ও জীবন

নবীজির ১০টি বিশেষ উপদেশ

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর রহমতস্বরূপ। আজীবন মানুষের কল্যাণ কামনা করেছেন তিনি। তার কথা ও কাজে উম্মতের চিন্তা ফুটে উঠত সহজভাবে। তার বর্ণিত হাদিসগুলো কেয়ামত পর্যন্ত উম্মতকে পথের দিশা দেখিয়ে যাচ্ছে। নবীজি (সা.) এর বিশাল হাদিসভা-ার থেকে চয়নকৃত ১০টি বিশেষ উপদেশ তুলে ধরা হলো।

১. যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাওÑ তবে উত্তম চরিত্র অর্জন করো।
২. যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাওÑ তবে তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করো।

৩. যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাওÑ তবে মানুষের কাছে হাত পাতা (অন্যের ওপর ভরসা করা, ভিক্ষা করা) বন্ধ করে দাও।
৪. যদি আল্লাহর কাছে বিশেষ সম্মান পেতে চাওÑ তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো।

৫. যদি রিজিকের প্রশস্ততা চাওÑ তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করো।
৬. যদি সব দোয়া কবুল হওয়ার আশা রাখÑ তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো।
৭. যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গোনাহমুক্ত উঠতে চাওÑ তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাও।

৮. যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাওÑ তবে মানুষের ওপর জুলুম করা ছেড়ে দাও।

৯. যদি জাহান্নামের আগুন নেভাতে চাওÑ তবে দুনিয়ার বিপদাপদে ধৈর্য ধরো।
১০. যদি আল্লাহর রাগ বা গোস্বা থেকে বাঁচতে চাওÑ তবে গোপনে সদকা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের ওপর রাগ করা ছেড়ে দাও।
আল্লাহ তায়ালা সবাইকে উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button