ঝিনাইদহ সদর

ঝিনাইদহে শীতকালীন সবজির দাম কম, বিপাকে কৃষক

শেখ ইমনঃ

ঝিনাইদহের বাজারগুলোতে শীতকালীন সবজিতে ভরে ওঠেছে। সরবরাহ বেশি থাকায় বাজারে নতুন আসা শীতের সবজির দাম অনেক কম। ফলে সব শ্রেণির ক্রেতারা চাহিদানুযায়ী সস্তায় সবজি কিনতে পারছেন। পাচ্ছেন অল্প টাকাই অনেক সবজি ।

সবজির  দাম কম থাকাই কৃষকেরা পড়ছে বিপাকে । আশানুরুপ ফলন হলেও তারা ন্যায্যমূল্য পাচ্ছে না ।   ঝিনাইদহের  পাইকারী বাজারগুলোতে গিয়ে দেখা যায়, আগাম শীতকালীন সবজিতে বাজার সয়লাব। দাম কম থাকায় সবজি বিক্রেতারা বেছে বেছে ভাল সবজিগুলো কম দামে কিনে নিচ্ছেন।

এদিকে খুচরা বিক্রেতারা জানান, বছরের এই সময়ে শীতকালীন সবজির দাম সাধারণত নাগালের বাইরে থাকে। কিন্তু এবার আগাম শীতের সবজি বাজারে বেশি আমদানি হওয়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই। এবার  কৃষকরাও শীতকালীন সবজির আগাম চাষ করায় সেগুলো বাজারে ওঠেছে। ফলে সবজিতে বাজার ভরে গেছে, খুব সস্তায় সব ধরণের ক্রেতারা সহজে সবজি কিনতে পারছে। ভরমৌসুমে সবজির দাম আরো কমতে পারে বলে মনে করছেন তারা।  কয়েকজন ক্রেতা জানান, কাঁচা বাজারে শীতের সবজির দাম অনেকটা নাগালের মধ্যে । এজন্য তারা প্রতিদিনই আগাম শীতের সবজি কিনতে পারছেন ।

আশানুরুপ মূল্য না পাওয়ায় চাষীরা হয়ে পরছে হতাশাগ্রস্থ । যে সপ্ন নিয়ে তারা সবজি আবাদ করে সেই সপ্ন আর বাস্তবায়ন হচ্ছে না । চাষীরা জানান , তারা বেশি দাম পাওয়ার আশায় আগাম শীতের সবজির চাষ করেন। কিন্তু এবার অধিক সবজি আমদানি হওয়ায় দাম হ্রাস পেয়েছে । তারা মনে করছেন  এবার শীতকালীন আগাম সবজিতে তারা লাভবান হতে পারবেন না। কেউ কেউ মনে করছেন  সবজি চাষের স্থলে তারা আগামিতে ধান বা অন্য ফসল লাগাবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button