টপ লিডহরিনাকুন্ডু
ঝিনাইদহে নৃশংসভাবে যুবককে হত্যা
ঝিনাইদহে হরিণাকুন্ডুতে আলমসাধু চালক বুলবুল আহমেদ ওরফে মিলন (৩৫) কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামের মাঠের ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আজিজুর রহমান মনা বিশ^াসের ছেলে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানায়, আজ সকালে হরিণাকুন্ডুর ফলসি ধানক্ষেতে গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানায়, দীর্ঘ কয়েকমাস ধওে মিলন নিয়মিত আলমসাধু চালিয়ে আসছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।