পাঠকের কথা
ব্যর্থতার গল্প—–সালমা ইসলাম
ব্যর্থতার গল্প—–সালমা ইসলাম
আমার ব্যর্থতার গল্পটা তোমাকে শুনাবো
যদি সময় থাকে এসো একদিন
আমার আছে অফুরন্ত সময়,
আছে শুধু অহেতুক ব্যস্ততা
এটাকে কেউ কাজ বলে নাকি?
ঘর সামলানো, বাচ্চা সামলানো
তবুও নাকি এখানে আছে অগাধ অবসর!
সব মেনে নিয়েছি সবার মত অভিযোগ করিনি।
যদি বার বার কেউ বলে কি কর সারাদিন
উত্তর আমার এমনই হয় কিছুই না
শুধু ঘরময় বিচরণ, অলস সময় কাটায়
সব ব্যর্থতা আমাকে পেয়ে বসে
আমি ভাবি সময়ে অসময়ে,
যোগ্যতার মাপ কাঠিতে আমি অযোগ্য
সর্বক্ষেত্রে।