Uncategorized

জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখ

আগামী ৩ থেকে ১৪ ডিসেম্বর, ২০১৮ তারিখে পোল্যান্ডের কাতোভিতসেতে ২৪তম জলবায়ু সম্মেলন (কপ-২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও ন্যায্যতা নিশ্চিতে স্বচ্ছতা কাঠামো সম্বলিত প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার কথা। এ প্রেক্ষিতে, এসডিজি লক্ষ্যমাত্রার নিরিখে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চূড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। স্থানীয় পোস্ট অফিস মোড়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। একই সাথে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সনাক সভাপতি মো: আবু তাহের, সনাক সদস্য এন.এম.শাহজালাল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুর রহমান টুকু এবং উন্নয়ন ধারার সমন্বয়কারি হায়দার আলী প্রমূখ। বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য উন্নত বিশ্বের প্রতিশ্রুত অর্থ ক্ষতিপূরণ হিসেবেই দিতে হবে, কোনো প্রকার ঋণ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। শিল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ প্রদানের কথা থাকলেও প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি খুবই কম। ফলে ক্ষতিগ্রস্ত জনগণ ও দেশগুলো বঞ্চিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। তাই আসন্ন কপ-২৪ সম্মেলনে প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তন খাতে ঋণদান বন্ধ করা; উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে চাহিদা মাফিক জলবায়ু তহবিল প্রদানে একটি সময়াবদ্ধ রোডম্যাপ প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button