পাঠকের কথা

স্যালুট এই মহিয়সী রমণীকে—-উম্মে সায়মা জয়া

স্যালুট এই মহিয়সী রমণীকে—-উম্মে সায়মা জয়া

একজন নারী সাধারণ জীবন যাপন করেও কতোটা অসাধারণ হয়ে উঠতে পারেন, কতোটা সংগ্রামী, সাহসী, ধৈর্য্যশীল হতে পারেন, কতোটা অমায়িক ও বিনয়ী হতে পারেন সেটি জানার অভিজ্ঞতা আজকের সুযোগটি না হলে জীবনের চরম অপূর্ণতা থেকে যেতো।
সৌভাগ্য হয়েছে তাঁর তরুণ জীবনের, ব্যক্তিজীবনের স্মৃতির সাথে পরিচিত হওয়ার এবং নিজের সংগঠনের (কথন সাংস্কৃতিক সংসদ-কসাস) গল্প তুলে ধরার।

দীর্ঘ ৪ ঘন্টা তিনি তাঁর ব্যস্ত সময় থেকে বের করে তরুণদের সঙ্গে আলাপ করেছেন, তাঁদের মুখ থেকে সমাজের সমস্যার কথা শুনেছেন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশের কথা জেনেছেন। 

ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রী তরুণদের কথা শুনছেন এবং তাদেরকে আলাপ করার সুযোগ দিয়েছেন। স্যালুট এই মহিয়সী রমণীকে, স্যালুট চিরসবুজ তারুণ্যবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button