বিজয়ের মাসে আসাফোর মাসব্যাপী কর্মসূচি
শুরু হলো মহান বিজয়ের মাস, ডিসেম্বর। দীর্ঘ দিনের শোষণ-বঞ্চনার শিকার হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে একাত্তরে নয় মাস সশস্ত্র সংগ্রাম করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল বাঙালিরা। বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয়-বরণীয় এই মাস। পুরো মাস জুড়েই নানা আয়োজনে বিজয় উদযাপন করে বাঙালিরা। এ উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) মাসব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শনিবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আসাফো সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাইদুর রহমান সজলের নেতৃত্বে এসময় সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মাহামুদা মুসতাকিনা রুবীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসময় স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর উপরে বিভিন্ন আলোচনা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয়ের মাস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা রাজধানীসহ সারাদেশে বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি পালন করবে।