পাঠকের কথা
স্মৃতিরা আঁধারে জ্বলে—–ইরা নন্দী ( রাহা )
স্মৃতিরা আঁধারে জ্বলে—–ইরা নন্দী ( রাহা ):
সেতারের তার গুলো সেই কবে ছিঁড়ে গেছে
কানে তবু কথা গুলো সুর হয়ে ভাসে…
কথার মালা গুলো কবেইতো ছিঁড়েছি
তবু যেন সারাক্ষণ বীণা হয়ে বাজে….
ভাবনার পাখী গুলো ঝাঁক বেঁধে
কেনো যে পিছু ছাড়ে না….
এতো কিছু ভেঙে যায়,ধূসর হয় স্বপ্নরা…
স্মৃতির আয়নাটা তবু ভাঙেনা….
গভীর অন্ধকারে স্মৃতির পাতারা
আঁধার হয় না, বার বার জ্বলে উঠে
হৃদয় পুড়িয়ে দেয় বার বার….
মন খারাপীর মেঘ গুলো
ঘিরে থাকে সারাক্ষণ সারাবেলা…
হৃদয়ে রক্তক্ষরণ যায়না দেখা
স্মৃতিরা আঁধারে জ্বলে একা একা…